টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা। তবে উগান্ডাকে নাকানিচুবানি খাইয়ে ছাড়ল উইন্ডিজরা। দলটিকে মাত্র ৩৯ রানে অলআউট করে ১৩৪রানের রেকর্ড জয় তুলে নিয়েছে রোভম্যান পাওয়েলের দল ।
টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটিই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে, ৮৪ রানের।
আজ রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে ১২ ওভার শেষে ৩৯ রানেই শেষ হয় উগান্ডার ইনিংস।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক পাওয়েল। ব্যাটিংয়ে নেমে ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন। কিং ১৩ রানে আউট হন। চার্লসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪। এরপর নিকোলাস পুরান, পাওয়েল, শেরফেন রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলরা ঝড়ো ব্যাট করলেও কেউই স্কোর বড় করতে পারেননি। রাসেল ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।
উগান্ডার বোলারদের মধ্যে ব্রায়ান মাসাবা সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নামা উগান্ডার ইনিংসে স্পিনার আকিল হোসেন। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৫টি উইকেট তুলে নেন এই স্পিনার। উগান্ডার হয়ে একমাত্র ব্যাটার হিসেবে জুমা মিয়াগি (১৩) দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন। ক্যারিবীয়দের হয়ে এছাড়া আলজারি জোসেফ ২টি উইকেট পান।
এই গ্রুপ থেকে ২ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। সমান জয়ে রান রেটে এগিয়ে শীর্ষে আফগানিস্তান।