সানরাইজ হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়েলস ২য় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় । শুক্রবার চেন্নাইতে আইপিএল ২০২৪ এর কোয়ালিফায়ার এর ২য় খেলায় সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়েলকে ৩৬ রানে হারিয়েছে । টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় রাজস্থান । এ ম্যাচে ট্রেন্ট বোল্ট এবং আভেশ খানের পেস জুটি তিনটি করে এবং সন্দীপ শর্মা ২ উইকেট নেয় । বোল্ট (৩/৪৫) , আভেশ খান (৩/২৭), সন্দীপ শর্মা (২/২৫) । সানরাইজ এর হয়ে, হেনরিথ ক্লাসেন সর্ব্বোচ্চ ৩৪ বলে ৫০ রান করেন, যেখানে ট্র্যাভিস হেড (৩৪), রাহুল ত্রিপাঠি (৩৭) শুরু করেছিলেন কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি । জবাবে রাজস্থান রয়েলস ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করে । সানরাইজ ৬ বছর পর আইপিএল ফাইনালে জায়গা করে নেওয়ায় মালিক কাভিয়া মারান উচ্ছ্বাসিত ছিলেন ।
এই একই ভেন্যুতে শারুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের সাথে ফাইনালে মুখোমুখি হবে সানরাইজ হায়দ্রাবাদ । ২৬ মে অনুষ্ঠিত হবে এ শীর্ষ স্থানীয় লড়াই ।