অনির্বাণের খুশির হাটে মিলছে বিনাপয়সায় ঈদের বাজার, ঈদের বাজার নিতে লাগছেনা একটি টাকাও ।সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই অনির্বাণের এই উদ্যোগ |
“অনির্বাণ” এর উদ্যোগে বেশকিছু অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। যার মাধ্যমে ঈদের প্রয়োজনীয় সকল খাদ্যসামগ্রী তাদের কাছে পৌছে দেওয়া হয়।
অনির্বাণের প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজুর রহমান রাহাত এর সাথে কথা বললে জানা যায় যে ,বিগত তিন বছর যাবত আমরা অনির্বাণের খুশির হাট নামো প্রোগ্রামটি চালিয়ে আসছি। অসহায় হতদরিদ্র ,ভাসমান ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছি। এবং আরো জানিয়েছেন প্রতিবছর এই ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম চালু রাখবেন।