কুবি সায়েন্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও রোবটিক্স ওয়ার্কশপ, সায়েন্স অলিম্পিয়াড ও নবীনবরণ সম্পন্ন হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সায়েন্স ক্লাবের মডারেটর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক, ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন শাওন, সাধারণ সম্পাদক এমডি নুরুল মোস্তফাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে রোবটিক্সের উপর হাতে কলমে কর্মশালা উনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান। এসময় রোবটিক্স প্রদর্শন করেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জিত মন্ডল। এসময় বক্তারা রোবটিক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং হাতে কলমে রোবটিক্সের মৌলিক বিষয়গুলো দেখান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়েরে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমাদের পদচারণার মধ্যে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের মধ্যদিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও একটি নিরাপদ স্থানে পৌঁছাতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে। তাছাড়া আমাদের প্রতিটি পদে পদে রয়েছে বিজ্ঞানের অপরিসীম প্রয়োজনীয়তা, তাই আমাদের বিজ্ঞানকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *