কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক সময়সূচি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) এক জরুরি একাডেমিক কাউন্সিলের ৭৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
এদিকে, একাডেমিক ও প্রশাসনিক সময়সূচি পরিবর্তন হওয়ায় পরিবর্তন হবে পরিবহণের সময়সূচি। এ বিষয়ে পরিবহণ পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বলেন, যেহেতু একাডেমিক সময় এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে সেহেতু আমরাও পরিবহনের সময় এক ঘন্টা এগিয়ে নিয়ে আসবো। তবে রাতের বাসের সময়সূচি শিক্ষার্থীদের সুবিধামত নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, সোমবার (২২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উপর দেয়া সরকারের নির্দেশনা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।