কুবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) মোট ৩ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১ টায় সম্পন্ন হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ ৩ টি কেন্দ্রে ৪,০৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া আরও ২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকল কেন্দ্রেই সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।
সানজিদা ইসলাম নামে এক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার পরিবেশ ঠিক ছিল, কোন প্রকার সমস্যা হয় নি। সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়েছে, স্টান্ডার্ড ছিলো।’

সাদমান রাকিব নামে এক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নও মানসম্মত ছিলো।’

কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিলো। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিলো, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য এ.এফ.এম আবদুল মঈন বলেন, ‘আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের কোন সমস্যা যেন না হয় এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থাই ছিল। সর্বোপরি, বরাবরের মতো সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *