কুবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণে প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাতসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ইকবাল হাসান, কার্যকরি সদস্য সূবর্ণা মোস্তফাসহ সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ এপ্রিল ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।