কুবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

কুবি প্রতিনিধি:

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নানাবিধ সেবামূলক কর্মকান্ড সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) পরীক্ষা শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করে সংগঠনটি।

 

মাষ্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার’র সার্বিক সহযোগিতায় সংগঠনটি ভর্তিচ্ছুদের জন্য মাস্ক, ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য সুপেয় পানি, ভর্তিচ্ছুদের ব্যাগ, মোবাইল এবং ঘড়িসহ আনুষঙ্গিক জিনিসপত্র নিরাপদে রাখার ব্যবস্থা, অভিভাবকদের জন্য নাস্তা, পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত সহয়তা করা সহ নানা সেবামূলক কাজ করেছে।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান খান বলেন, বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময়ই সামাজিক, মানবিক এবং সহযোগিতামূলক কাজ করে থাকে। তেমনি ভাবে আজকেও গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং তার বাস্তবায়নও করেছি। আমাদের এসব কার্যক্রম আগামী দিনেও অব্যহত থাকবে।

এই কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন বিডিএস এর সদ্য সাবেক সভাপতি এইচ এম মেহেদী হাসান ও বর্তমান কমিটির সভাপতি রাইসুল ইসলাম রাসেন এবং সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *