ভর্তিচ্ছুদের সহযগিতায় নিয়োজিত রোভার স্কাউট

কুবি প্রতিনিধি:

নীল রঙের প্যান্ট, নীলাভ ধূসর শার্ট, গলায় লাল-সাদা বর্ণের স্কার্ফ পরে সেবার মনোভাব নিয়ে ছোটাছুটি করছে একদল স্বেচ্ছাসেবক। বলছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটস গ্রুপের কথা।

২০২১-২২ সেশনের গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষায় নিয়ম শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে এই সংগঠনটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৪টি কেন্দ্রে অন্যান্য শৃঙ্খলা কর্মীদের সাথে কাজ করেছে এই সংগঠনের প্রায় ৪০ জন রোভার।

এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণসহ সার্বিক দিক নির্দেশনায় নিয়োজিত ছিল এই সংগঠনের সদস্যরা।

পরীক্ষা দিতে আসা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বিশ্বরোড থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত রোভার স্কাউটসহ অন্যান্য সকল সেচ্ছাসেবী সংগঠন যথেষ্ট সক্রিয় ছিলো এবং তাদের কার্যক্রম ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনেক সহযোগী ছিলো।

কুবি রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট মোঃ আব্দুর রহমান বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সকল প্রকার শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য।’

গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াছমিন বন্যা বলেন, ‘গুচ্ছে গত ‘এ’ ইউনিটের পরীক্ষার তুলনায় আজকের পরিস্থিতি এবং আমাদের ব্যবস্থাপনা অনেক ভালো ছিলো, মূল ফটকে যে ভিড় গত পরীক্ষায় ছিলো সেটিকে আজকে আমরা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *