কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে “বায়োঅ্যাকটিভ সলিড সেল্ফ-ন্যানোইমালসিফাইং ড্রাগ ডেলিভারি সিস্টেমের সম্মিলিত ডেলিভারি থেকে খারাপভাবে দ্রবণীয় ওষুধের ক্যাপসুল- ক্যাপসুল এবং 3D প্রযুক্তি প্ল্যাটফর্ম” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সৌদি আরবের কিং সাঊদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মহসিন কাজী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, এই কর্মশালার মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। পাশাপাশি সাউথ কিং বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তঃসম্পর্ক তৈরি হবে। এতে আমরা একসাথে গবেষণা করতে পারব। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গবেষণার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অফার করে থাকে। আমি আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও সেই সুযোগটা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *