গোড়ান পাড়ার তরুণদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজিপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের গোড়ানপাড়া।এই এলাকার তরুণদের সম্মিলিত প্রয়াসে প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই বছরও এর ব্যতিক্রম হয়নি। পূর্ব নির্ধারিত ২০ তম রোজাতে ২২ এপ্রিল রোজ শুক্রবার,এই ইফতারের আয়োজন উপলক্ষে তরুণরা একত্রিত হয়ে কাজ শুরু করে।

আয়োজনে প্রায় ৪০০ মানুষের ইফতার করে এবং ইফতার পরবর্তি খাওয়া দাওয়ার আয়োজন করে। ইফতারের পর সাকিব নামের একজন মন্তব্য করেছে -“এ যেন একটা বিয়ের দাওয়াতের মতো দাওয়াত খেলাম,এতো আয়োজন সত্যিই খুব ভালো হয়েছে”।

(

ইফতারের রান্নার দায়িত্বে ছিলেন-আব্দুল গফুর, আলাল উদ্দিন ও রুবেল।

ইফতার আয়োজনে কাজ করেছেন -আমির হামজা,আরাফাত টুটুল,রিফাত, রুবেল মিয়া, মাসুম সিকদার,ওয়াহিদুল ইসলাম,ইমন, রানা মিয়া,আতিকুল ইসলাম,শামিম মিয়া,আলামিন,জয়,মেহেদী,মাজারুল,সাইম,আরাফাত,আজাহার,দোলন,কাওছার,সিয়াম।

আরো সহযোগীতা করেছেন গোড়ানপাড়ার এলাকাবাসী।

বৃষ্টি প্রতিকূল পরিবেশেও এই আয়োজন সবাইকে মুগ্ধ করেছে। সবাই প্রত্যাশা করছে এই রকম আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *