কুবি প্রতিনিধি:
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের নামসর্বস্ব ৫টি বিশ্ববিদ্যালয়কে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) কালো তালিকাভূক্ত করেছে এমন সংবাদ প্রচারিত হয়েছে দেশের পরিচিত একটি টিভিতে। যেখানে সরাসরি দেশের সুনামধন্য ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালকে বুঝিয়েছে। সেই সংবাদটি আর পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি সংবাদটি অসত্য ছিল তাই তারা সরিয়ে নিয়েছে।
জানা যায়, সেই টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পরপরই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বিষয়টি নিয়ে সেই টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মিথ্যা তথ্য নির্ভর এ সংবাদটি সরিয়ে নেয়ার জন্য। কথা বলার পর পরই তারা সংবাদটি সরিয়ে নেয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি নিউজটা পাবলিশ হওয়ার সাথে সাথেই তাদের সাথে কথা বলেছি। তারা আমার বক্তব্য সঠিকভাবে দেয়নি, আর প্রকাশিত তথ্যটিও সঠিক নয়। আমি তাদেরকে জানিয়েছি এই নিউজ সরিয়ে সরিয়ে নেয়ার জন্য। তারা হয়তো পরে সংবাদটি সরিয়ে নিয়েছে।
তিনি আরো বলেন, আমি এ বিষয়টা নিয়ে খুবই সোচ্চার রয়েছি। কারন এ বিষয়টার সাথে আমার বিশ্ববিদ্যালয়ের সুনাম জড়িত। আমি ইউজিসিসহ বিভিন্ন জায়গায় কথা বলেছি যাতে উদ্ভট এ পরিস্থিতির সুন্দর একটা সমাধান আসে। সবাইকে বিভ্রান্তিকর এ তথ্য না ছড়ানোর অনুরোধ করছি।