২০ এপ্রিল রোজ বুধবার মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজে বাংলাদেশ নদী পরিব্রাজক দল,শ্রীপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল,শ্রীপুর শাখার সভাপতি সাইদ চৌধূরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায়- বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার ইফতার মাহফিল ভরে উঠেছিলো শ্রীপুরের বরেণ্য, আলোকিত মানুষদের নিয়ে।
পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, নদী পরিব্রাজক দলের অন্যতম উপদেষ্টা শ্রদ্ধেয় একে এম আবুল খায়ের স্যার উপস্থিত হয়েছিলেন ।উপদেষ্টাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান আহমাদুল কবীর খোকন স্যার, ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি লেখক, কথা সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ , এসএ টিভির গাজীপুর প্রতিনিধি মোতাহার হোসেন খান ও মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রওশন হাসান রুবেল ।
মুক্তিযোদ্ধা কলেজের সহকারি অধ্যাপক কামরুজ্জামান স্যার ও শ্রদ্ধেয় এমদাদ স্যার অনুষ্ঠানকে করেছেন সৌন্দর্য মন্ডিত । নাট্যকার ও সাহিত্যিক পিয়ার আলী কলেজের সহকারি অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা স্যার, মোহনা পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও নর্দান বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ইসরাফিল হোসেন অনুষ্ঠানটিকে করেছেন আলোকিত । শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক সেলিম স্যার উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, স্থপতি সারজিল হোসেন শান্ত , সংগঠক ও উদ্যোক্তা জোবায়ের, আমাদের তরুণ প্রাণ, সংগঠক কালাম স্যার সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি স্বার্থক করতে নিরবিচ্ছিন্ন শ্রম দিয়েছেন ডায়নামিক পরিবেশ সংরক্ষক বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও পর্যটক পরিবেশের মানুষ শফি কামাল ।
তৃণমূল পরিবেশ কর্মী প্রকৌশলী শাহআলম, স্কাউট কামরুল। শিশু সমাজকর্মী ও লেখক নিতু চৌধুরী এবং সংগঠক ও সমাজকর্মী সাহিদা আক্তার স্বর্ণা।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখার সভাপতি সাইদ চৌধুরি জানান-
“সবাই মিলেই আমরা, নদী আমাদের
রুখবে আমাদের কে?
আমরা শক্তি, আমরা তরুণ
নদী হবে নিরাপদ, নদী জাগবে স্বরবে আবার
জলের গানে, ঐকতানে, নীল দিগন্তে
আবার চলেবে প্রাণ, ভরবে মন
জমবে জীবনের জয়গান…
সব কিছু মিলেই এ যেন কে নদীময় সন্ধ্যা । আমরা আমাদের প্রত্যয়ে এগুবোই । সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। “