কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) প্রশাসনিক ভবনের ৪১১নং রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।