গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নওগাঁর আদালতে মামলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নাহিদ রনি (৩৬) নামের এক যুবক।
নাহিদ রনি নওগাঁর বদলগাছি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, নওগাঁর আমলি আদালত-৫-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেন। ২০২২ সালের ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে জাহাঙ্গীর আলম ইতিহাস বিকৃত করেছেন। এ বক্তব্যের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে একজন সচেতন নাগরিক হিসেবে নাহিদ রনি মামলাটি করেছেন।
রিপোর্টঃ নাঈমুর রহমান খান।