কুবিতে মার্কেটিং বিভাগ বরণ করে নিলো নবীন শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বনছায়া রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সোলায়মান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাণের সম্পর্ক গঠন করেছো। এই ক্যাম্পাসে ফুল ফুটবে, তোমরা ফুলের ঘ্রাণ খুব শীঘ্রই পাবে এবং আনন্দে আনন্দে জ্ঞান আহরণ করবে। অপার সম্ভাবনাময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে দেশ সেরা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের জীবনের শ্রেষ্ঠ সময় হলো শিক্ষাজীবন। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শিক্ষার্থীদের জীবনের কৃতিত্বের ম্বাক্ষর বহন করে থাকে। আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ভাল মানুষ হবার জন্য। তাই ভাল বন্ধু তৈরী করতে হবে এবং সময়কে ভাগ করে কাজে লাগাতে হবে। তবেই পরিপূর্ণ মানুষ হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *