দীর্ঘদিন পর কুবিতে নাচে-গানে হেমন্ত উৎসব

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়জনে হেমন্ত উৎসব- ১৪২৮’ এর আয়োজন করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্জিয়া সুলতানা ও মাহবুব সরকারের যৌথ সঞ্চালনায় হেমন্ত উৎসবের সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূইয়া, প্রভাষক মাহমুদুল হাসান, আলী আহসান, অর্নব বিশ্বাস। এছাড়াও, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য সহ নানা আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা হেমন্তের উৎসবে মেতে উঠে। তাছাড়া পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান কাজী এম আনিছুল ইসলাম বলেন, “করোনা আমাদের একটি শিক্ষা দিয়ে গেছে আমাদের বাঁচতে হলে, জীবন উপভোগ করতে হলে অবশ্যই আমাদের প্রকৃতির কাছে ফিরে যেতে হবে। হেমন্ত উৎসবের মধ্য দিয়ে আমরা প্রকৃতির কাছে ফিরে যেতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *