Home » হিমালয়ের ‘বিরল’ ফুল

হিমালয়ের ‘বিরল’ ফুল

কর্তৃক BDHeadline

অবৈধভাবে যুক্তরাজ্যে বিক্রি হচ্ছে হিমালয়ে জন্মানো বিরল প্রজাতির একটি ফুলের বীজ।

বিবিসির এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য।

ফুলের বীজটি যুক্তরাজ্যে অবৈধভাবে পাচার হওয়া প্রসঙ্গে ন্যাশনাল হিমালয়ান অথরিটি জানায়, ফুলটির বীজ সংগ্রহ এবং রপ্তানির কোনো অনুমতি কাউকে দেয়া হয়নি।

তারা আরো জানায়, এই বীজ সংগ্রহের ফলে কেবল পরিবেশেরই ক্ষতি হচ্ছে না, স্থানীয় জাতিগোষ্ঠীর ওপরও এর প্রভাব পড়ছে।

তবে বীজ সংগ্রহকারীদের মতে, স্থানীয়রা তাদের এই বীজ সংগ্রহ করতে তাদের সাহায্য করেছেন। অনেকে জানান, এই বীজ সংগ্রহ করা বেআইনি- তাও তারা জানতেন না।

এদিকে যুক্তরাজ্যের উদ্যানবিদ্যা বিষয়ক সংগঠন রয়াল হরটিকালচার সোসাইটির সঙ্গে যুক্ত সংগঠন দ্য রডোডেনড্রন, ক্যামেলিয়া অ্যান্ড ম্যাগনোলিয়া গ্রুপ স্বীকার করেছে, তাদের এক সংগ্রহকারী কোনো অনুমতি ছাড়াই হিমালয়ের গাছগুলোর বীজ সংগ্রহ করে এনেছে।

ওই গ্রুপের চেয়ারম্যান ডেভিড মিলাইস এ প্রসঙ্গে এক লিখিত পত্রে দুঃখ প্রকাশ করেন।

ভারতের সিকিম রাজ্যের কর্তৃপক্ষকে লেখা ওই চিঠিতে তিনি লেখেন, ‘ আমরা আমাদের সংগ্রাহকের কাছ থেকে জানতে পেরেছি, তিনি কোন অনুমতি ছাড়াই বীজ সংগ্রহ করে এনেছেন যা অত্যন্ত পরিতাপের বিষয়।’

এর উত্তরে সিকিম ফরেস্ট ডিপার্টমেন্টের প্রধান থমাস চ্যানডি জানান, ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের গাছের নমুনা সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ।

সূত্র: জাগো নিউজ

মতামত দিন

সম্পর্কিত পোস্ট