Home » নতুন সম্ভাবনা ‘লং স্টিক গোলাপ’

নতুন সম্ভাবনা ‘লং স্টিক গোলাপ’

কর্তৃক BDHeadline

যশোরের গদখালিতে বিশেষ ধরণের লং স্টিক গোলাপ চাষ হচ্ছে। এ জাতীয় গোলাপের চারা লাগিয়েছেন গদখালির ফুল চাষি ইনামুল হোসেন। যা ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে।

ভারতের পুনে থেকে গোলাপের চারা এনে ৪০ শতক জমিতে লং স্টিক গোলাপ চাষ করেন ইনামুল। চারা কেনা, শেড তৈরি, পরিচর্যাসহ তার খরচ হয় ১০ লাখ টাকা।

বাজারে কয়েকদফায় বিক্রি করেন ফুল। ফুল বিক্রি করে তার সব বিনিয়োগ উঠে আসবে বলে আশা।

ইনামুল হোসেনের লং স্টিক গোলাপের বাগান দেখে এলাকার অনেক ফুল চাষি এ ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তবে ওই গোলাপের চারা সহজলভ্য না হওয়ায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

অন্যজাতের গোলাপ গাছ থেকে তোলার পর চার/পাঁচদিনের বেশি রাখা যায় না। লং স্টিক গোলাপ দু’সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

এ অঞ্চলে লং স্টিক গোলাপের চাষ সম্প্রসারণে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। ঠিকমতো পরিচর্যা করলে লং স্টিক গোলাপ গাছ থেকে টানা ১০ বছর ফুল পাওয়া সম্ভব জানিয়েছেন ফুল চাষি।

সূত্র: ইত্তেফাক

মতামত দিন

সম্পর্কিত পোস্ট